উম্মে হাবিবা রা: বলেন, নবী করীম সা. কে জিজ্ঞাসা করা হল, কোন একজন মহিলার দুজন স্বামী ছিল, মহিলা ইন্তেকাল করল এবং স্বামীরাও ইন্তেকাল করল। অত:পর সকলেই জান্নাতে গেল, তখন উক্ত স্ত্রী কোন স্বামী পাবে? জবাবে নবী করীম সা: বলেন, যার আখলাক অর্থাৎ চরিত্র অপেক্ষাকৃত উত্তম হবে, মহিলা তারই কাছেই থাকবে। হে উম্মে হাবিবা, উত্তম আখলাক বিশিষ্ট ব্যক্তি উভয় জগৎের কল্যাণ লুফে নিয়েছে। [তারগীব, মাজমা, ইত্তেহাফ]
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷