প্রশ্ন : নামাজে সূরা আগে-পিছে হলে কি সমস্যা হবে? অর্থাৎ সূরা ফাতেহার পরে সূরার ক্রমধারা ঠিক রাখা কি জরুরী?

উত্তর : আপনি যেটা বলেছেন বড় সুরা থেকে ছোট সুরা মিলিয়ে পড়তে হয়, এ সম্পর্কে রাসুল (সা.)-এর কোনো নির্দেশনা নেই। সুন্নাহর মধ্যে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। বরং কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালা যে নির্দেশনা দিয়েছেন, সেখানে খুব সহজ করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন, ‘কোরআন থেকে তোমাদের যতটুকু সম্ভব হয়, সহজ হয় তোমরা তিলাওয়াত করো।’

আপনি যেকোনো সুরার যেকোনো অংশ তিলাওয়াত করতে পারবেন। যেকোনো সুরা তিলাওয়াত করতে পারবেন। এর জন্য মূলত বড় থেকে ছোট বা যে ক্রমধারা রয়েছে সেটি নির্দিষ্ট করে নেওয়া, এটি শুধু ওলামায়ে কেরামদের ইশতেহাদ। রাসুল(সা.)-এর কোনো নির্দেশনা এখানে নেই। এখানে এটি মুক্ত রাখা হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷